ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় সর্বোত্তরের জেলা শহর পঞ্চগড়ের হৃদয়স্থানে অবস্থিত পঞ্চগড় সরকারি মহিলা কলেজ নারী শিক্ষা প্রসারে এক অনন্যসাধারণ বাতিঘর। এই কলেজে ০৯টি বিষয়ে অনার্স কোর্স সহ মোট ২২টি বিষয়ে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চলমান রয়েছে ডিগ্রী পাস (কোর্স) এবং উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিএ ও বিএসএস ডিগ্রী কোর্স।
একঝাঁক বিদ্যোৎসাহী কর্মদক্ষ শিক্ষক/শিক্ষিকা এবং প্রায় ৫ হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি প্রাত্যহিক একাডেমিক ও অন্যান্য কাজে কর্মমুখর ও শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত। প্রতিষ্ঠানটি ছোট কিন্ত নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস ঘেঁষে রয়েছে চারতলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল। নয়নাভিরাম ক্যাম্পাসের এক প্রান্তে অবস্থিত বাংলাদেশের একমাত্র “রকস মিউজিয়াম” কলেজটির সৌন্দর্যে ও বিশেষত্বে নতুন মাত্রা যুক্ত করেছে যা ভ্রমণপিপাসু, অনুসন্ধিৎসু দর্শনার্থীদের জন্য এক অদম্য আকর্ষণ। দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণা আমাদের সকলের মনে এক অভূতপূর্ব অনুভূতির আবেশ ছড়ায়। হৃদয়স্পর্শ করে এক অন্যরকম ভালোলাগা । শিক্ষার উৎকর্ষতায়, ভালো ফলাফল অর্জনে ও রুচিশীল আধুনিক মানবসম্পদ তৈরীতে প্রতিষ্ঠানটি ঈর্ষণীয় সফলতার স্বাক্ষর রেখে চলেছে। আমি গর্বিত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশী হতে পেরে ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাঙ্গালি জাতির অহংকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন তথা এসডিজি গোলস ও ভিশন ২০৪১ বাস্তবায়নে তাঁর সরকার কর্তৃক গৃহীত ব্যাপক সংস্কার, বিস্তার ও শিক্ষার মান উন্নয়নের কর্মপরিকল্পনায় আমরাও নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহযোদ্ধা।
আসুন, আমরা ভালোবাসি জাতি বিনির্মাণে আমাদের পবিত্র ব্রতকে, ভালোবাসি দেশকে ও দেশের মানুষকে, সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের মেধা, শ্রম আর নিষ্ঠা দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে উত্তরবঙ্গের ‘ইডেন কলেজ’ হিসেবে গড়ে তুলি যাতে করে প্রান্তিক এ জনপদের নারী শিক্ষার্থীরা এখান থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে জাতীয় ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রভূত অবদান রাখতে সক্ষম হয়। এটিই সময়ের দাবি।
পরিশেষে আমার হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা, ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম সেই সকল মহৎ হৃদয় শিক্ষানুরাগী সমাজ সচেতন অবিস্মরণীয় মানুষের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম ও আনুকূল্যে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল আজ হতে প্রায় ৩৬ বছর পূর্বে, কোন এক শুভক্ষণে, শুভদিনে।
ধন্যবাদান্তে
প্রফেসর মোঃ মাইনুর রহমান-৫৭৮৭
অধ্যক্ষ
পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, পঞ্চগড়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ ফাতিমা উচ্চ বিদ্যালয় কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited